সব জিনিয়াসরাই একটু আধটু ছিটগ্রস্ত হন। সুকুমার রায়ের পাগলা দাশু was no different! দাশু বা দাশরথি কিন্তু ঠিক পাগল নয়! তাঁর পাগলামির মধ্যে মিশে থাকে ক্ষুরধার বুদ্ধি যা অঙ্ক করার সময়ে বা সহপাঠীদের বোকা বানানোর সময়ে তীক্ষ্ণ হয়ে ওঠে! দাশুর রচয়িতা সুকুমার রায় ছিলেন আরেক পাগল! মাত্র ৩৬ বছরের জীবদ্দশায় তিনি আমাদের উপহার দিয়েছেন ‘পাগলা দাশু’, ‘আবোল তাবোল’, ”হজবরল’-এর মত কিছু অবিশ্বাস্য সৃষ্টি। মির্চি ৯৮.৩-এর বিশেষ নিবেদন সুকুমার রায়ের ‘পাগলা দাশু।’ গল্পপাঠে ও মাস্টারমশাইয়ের চরিত্রে – দীপ। গল্পের সূত্রধার ও অন্যান্য ভূমিকায় সোমক। জনৈক সহপাঠী – সায়ক। পাগলা দাশুর ভূমিকায় – অগ্নি। শব্দগ্রহণ, আবহসঙ্গীত ও স্পেশাল এফেক্টসে – রিচার্ড। পর্ব পরিচালনায় – টিম সানডে ননসেন্স। পোস্টার পরিকল্পনা – টিম Asterisc. Enjoy and stay connected with us!! Subscribe to us : http://bit.ly/SubscribeMirchiBangla Like us on Facebook https://www.facebook.com/MirchiBangla/ #SundaySuspense #MirchiBangla #JustForSuspense